Tuesday, October 3, 2023
HomeSports Newsএশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম । মোবাইলে এশিয়া কাপ লাইভ...

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম । মোবাইলে এশিয়া কাপ লাইভ দেখুন

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম

প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা কেমন আছেন সবাই ।  আশা করি ভালো আছেন আর ভালো থাকবেনই তো কারন শুরু হয়েছে ।  এশিয়া কাপ । আর আমিও আজকে আপনাদের খুশির মাত্রা বাড়িয়ে দেবার জন্য চলে এলাম  এশিয়া কাপ লাইভ কিভাবে দেখবেন সে ব্যাপাররে কথা বলতে । তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম নিয়ে কথা বলি ।

এশিয়া কাপ ২০২২

গত ২৭ আগষ্ট ২০২২ আফগানিস্থান ও শ্রিলংকার ম্যাচের মধ্যে দিয়ে উদ্ভদন হয়েছে এশিয়া কাপ ২০২২ এর ।  এই প্রথম এশিয়া কাপ টি ২০ ফরমেটে উনুষ্ঠিত হচ্ছে । এবার আসরের আয়োজন শ্রীলংকাতে হবার কথা থাকলেও শ্রীলংকার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারনে , শ্রিলংকাতে খেলা না হয়ে । এবারের এশিয়া কাপ ২০২২ অনুষ্টিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ।

এশিয়া কাপ ২০২২ কোন কোন দল খেলবে ?

এশিয়া কাপের এবারের অসরে ২ গ্রুপে মোট ছয়টি দেশ খেলবে । গ্রুপ এ তে আছে । ভারত পাকিস্থান ও হংকং

গ্রুপ বি তে আছে বাংলাদেশ, শ্রিলংকা, আফগানিস্থান ।

 

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম

আপনি যদি দুবাই না গিয়েও ঘরে বসে এশিয়া কাপ লাইভ উপভোগ করতে চান । তাহলে কিন্তু আপনি সেটা পারবেন । আপনি চাইলেই টিভি সেটের সামনে বসে  এশিয়া কাপ ২০২২ লাইভ দেখতে পারবেন ।

Asia Cup Cricket Live

আপনি যদি ঘরে বসে ফ্রিতে এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা ফ্রিতে দেখতে চান তাহলে প্রথমে আপনার জানতে হবে কোন কোন টিভি চ্যানেলে এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখায় । তো এখন আমি আপনাদের জানাবো টিভিতে কিভাবে এশিয়া কাপ লাইভ দেখবেন । এবং কোন কোন চ্যানেলে এশিয়া কাপ ২০২২ লাইভ দেখাবে ।

কোন কোন চ্যানেলে এশিয়া কাপ লাইভ দেখাবে ?

  • গাজী টিভি
  • বিটিভি
  • স্পোর্টস ক্রিকেট
  • নাগরিক টিভি
  • টি স্পোর্টস
  • স্টার স্পোর্টস
  • টেন স্পোর্টস

মোবাইলে এশিয়া কাপ লাইভ খেলা দেখার নিয়ম

আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন এবং খেলা দেখার আগ্রহ থেকে থাকে তবে আপনি চাইলে মাই জিপি এপ ব্যাবহার করে লাইভ খেলা দেখতে পারবেন । এছাড়াও র‌্যাপিটহোল্ড বিডির সাবস্ক্রিপশন কিনে দেখতে পারবেন । অথবা আপনি  চাইলে টফি এপ ব্যাবহার করেও ফ্রিতে খেলা দেখতে পারবেন ।

এশিয়া কাপ ২০২২ লাইভ খেলা দেখার নিয়ম

অনলাইনে এশিয়া কাপ লাইভ খেলা দেখার নিয়ম

আপনার কাছে যদি টিভি না থাকে তাহলে কি আপনি এশিয়া কাপ দেখা বাদ দিবেন ? অবশ্যই না । তাহলে কিভাবে দেখবেন ? তো চলুন জানি কিভাবে অনলাইনে এশিয়া কাপ ২০২২ উপভোগ করবেন ।

প্রথমে আপনি ইউটিউবে চলে যান এবং সার্চ করেন এশিয়া কাপ ২০২২ লাইভ  ব্যাস এটুকু লিখলেই দেখবেন অনেক চ্যানেলে এশিয়া কাপের লাইভ সম্প্রচার হচ্ছে ।  আপনি যদি ইউটিউবে গিয়ে না পেয়ে থাকনে তাহলে আপনি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারেন । দেখবেন অনেকেই খেলা দেখাচ্ছে । তো আপনি এভাবে   এশিয়া কাপ অনলাইনে লাইভ দেখতে পারেন ।

এশিয়া কাপ ২০২২ সময়সূচি

এখন আমরা জানবো এশিয়া কাপের সময়সূচি । মানে কোন দল কখন খেলবে ।

তারিখ গ্রুপ দল স্থান
আগস্ট ২৭ B শ্রীলঙ্কা বনাম আফগানিস্থান দুবাই
আগস্ট ২৮ A ভারত বনাম পাকিস্থান, দুবাই দুবাই
আগস্ট ৩০ B বাংলাদেশ বনাম আফগানিস্থান শারজাহ
আগস্ট ৩১ A ভারত বনাম হংকং দুবাই
সেপ্টেম্বর B শ্রীলংকা বনাম বাংলাদেশ দুবাই
সেপ্টেম্বর A পাকিস্থান বনাম হংকং শারজাহ
সেপ্টেম্বর    বি১ বনাম বি২ শারজাহ
সেপ্টেম্বর   এ১ বনাম এ২ দুবাই
সেপ্টেম্বর   এ১ বনাম বি১ দুবাই
সেপ্টেম্বর   এ২ বনাম বি২ দুবাই
সেপ্টেম্বর   এ১ বনাম বি২ দুবাই
সেপ্টেম্বর   বি১ বনাম এ২, দুবাই দুবাই
সেপ্টেম্বর ১১   প্রথম সুপার বনাম দ্বিতীয় সুপার ৪ ফাইনাল দুবাই

১১ সেপ্টেম্বর ২০২২ এশিয়া কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।

এশিয়া কাপ ২০২২ পাকিস্থান বনাম ভারত হাইলাইটস ভিডিও

জয় দিয়ে শুরু করতে চাইঃ পাপন

এশিয়া কাপ ২০২২ বাংলাদেশ দলের খেলোয়ারদের নাম

নানা নাটকীয়তার পর এশিয়া কাপ ২০২২ এর জন্য দল ঘোষনা করছে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিব । এখন আমরা জানবো কে কে খেলছেন বাংলাদেশের হয়ে ।

  1. সাকিব আল হাসান ( অধিনায়ক )
  2. মুশফিকুর রহমি
  3. এনামুল হক বিজয়
  4. আফিফ হোসাইন ধ্রুব
  5. মুস্তাফিজুর রহমান
  6. মাহমুদুল্লাহ রিয়াদ
  7. মোসাদ্দেক হোসেন সৈকত
  8. শেখ মাহদী হাসান
  9. মুহাম্মাদ সাইফুদ্দিন
  10. হাসান মাহমুদ
  11. সাব্বির রহমান
  12. নাসুম আহম্মেদ
  13. এবাদত হোসেন
  14. মেহেদী হাসান মিরাজ
  15. পারভেজ ইমন
  16. নুরুল হাসান সোহান
  17. তাসকিন আহম্মেদ ।

 

এই ছিলো টাইগার বাহীনি ।

শেষকথাঃ

এশিয়া কাপ ২০২২ লাইভ দেখা নিয় আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি । আগামীতে আবারো দেখা হবে ভিন্ন কোন বিষয়ে ততক্ষন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন । Max News       এর সাথেই থাকুন ধন্যবাদ

 

RELATED ARTICLES

Kim Kardashian

How to Reset Iphone

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

How to Invest in Bitcoin Stock

How to Lose a Guy in 10 Days

Kim Kardashian

Recent Comments